২) প্রত্যেক নিঃশ্বাসে খেয়াল ক্বালবের ভিতর ডুবাইয়া রাখ। নচেৎ হালাক হওয়ার ভয় আছে।
জীবনভর এবাদত করিয়া শেষ নিঃশ্বাস আল্লাহকে ভুলিয়া মরিলে যাবতীয় উপাসনা বরবাদ হইয়া যাইবে। জীবনের মেহনত ও এবাদতের কোনই ফল হইবে না। তাই আল্লাহ্র প্রিয় সকল শেষ নিঃশ্বাস আল্লাহর নামের সঙ্গে বাহির হইবার জন্য জীবনভর আল্লাহর হুজুরে কাঁদিতেন। তোমরা ঈমানের সহিত মরিবার জন্য কয়দিন কাঁদিয়াছ? মাতালের মত বেহুঁশ হইও না। হুঁশ কর, অমূল্য জীবন আর ফিরিয়া পাইবে না।
৩) আত্মা শুদ্ধ করা প্রত্যেক মানুষের জন্য আদর্শ ফরজ।
আত্মা শুদ্ধ না হইলে নিয়ত শুদ্ধ হইবে না। আর নিয়ত শুদ্ধ না হইলে কোন এবাদতই শুদ্ধ হইবে না। আত্মা জিন্দা ব্যতীত অধিকাংশ মানুষই মৃত্যুর সময় ঈমান নিয়া কবরে যাইতে পারিবে না।
৪) আমার এই তরীকার মূল প্রতিজ্ঞা বা নীতি-
চুরি করিব না, ডাকাতি করিব না, মিথ্যা বলিব না, না-হক খুন করিব না, বে-আইনি কাজ করিব না, এই সমস্ত অঙ্গীকার যে ভঙ্গ করিবে সে আমার মুরীদ নহে।
৫) যদি খাঁটি মোসলমান হইতে চাও,
শরীয়তের ছোট বড় যাবতীয় হুকুম-আহকাম মানিয়া চল। তাহা হইলে মারেফতের এলেম সহজ হইয়া যাইবে। হামেশা ফায়েজ ও তাজাল্লি তোমার উপর ওয়ারেদ হইতে থাকিবে।
৬) কেউ কোন পীর কিম্বা মানুষকে সেজদা করিও না।
ইহা আল্লাহ্র নিষেধ। যে কেহ শরীরের (গায়ের) জোরে এইরূপ কাজ করিবে, সে শরীয়ত অনুসারে অপরাধী হইবে। সাবধান! কেহ শরীয়তের বিরুদ্ধে চলিও না।
৭) জানানো যাইতেছে-
এই দরবারে কোন শোরগোল ও বেয়াদবী করিবেনা। কারণ ইহা অলী-আল্লাহ্র মজলিস। যদি কেহ বেয়াদবী করে তবে একদিন আগে-পিছে তকদিরে অবশ্যই পোঁকা ধরিবে।
৮) এই পবিত্র মজলিশ-
কোরআন শরীফ তেলাওয়াত, জেকের-আজকার ও ওয়াজ-নছিহত করা এবং জামে আম্বিয়া, জামে আউলিয়া ও তামাম পৃথিবীর মোমেন-মোমেনাতের আরওয়া পাকের উপর ছওয়াব রেসানীর জায়গা। তাই আল্লাহ্ ও হযরত রসূল পাক (দ:)- এর উপর বিশ্বাস স্থাপনকারী জাকেরদের আদব ও মহব্বতের সহিত জবান বন্ধ করিয়া রাখিবার স্থান। হে জাকের ও আশেকগণ, তোমরা জবান বন্ধ করিয়া আপন কাজ করিতে থাক। কারণ তোমরা বেজাকের হজ্জতি নহে। এখানে চিল্লাচিল্লি করিলে আশেকদের অনিষ্ট হয়।
৯) আমাদের তরীকায় মৌখিক জেকের বা উচ্চঃস্বরে জেকের করিবার নিয়ম নাই,
যদি অতিরিক্ত ফায়েজ নাজেল হওয়ার দরুন বে- এখতিয়ারীতে উচ্চঃস্বরে জেকের হইতে থাকে, তাহাতে কোন দোষ নাই। কারন উহা বে- এখতিয়ারী অবস্থায় হইয়া থাকে।
১০) হে মোসলমানগণ-
অমূল্য জীবন স্বপ্নের মত চলিয়া যাইতেছে। হুঁশ করেন। আল্লাহর নাম অন্তরের ভিতরে দাগ করিয়া মরেন। এই দাগ মোর্শেদে মোকাম্মেল অলী-আল্লাহ্র এত্তেহাদী তাওয়াজ্জোহর বলেই হয়। এই তাছির খোদা তায়ালার খাস দয়া।